শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:২১ অপরাহ্ন

১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনছে টিসিবি

রিপোটারের নাম / ১৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২
add

দেশীয় তিন কোম্পানি থেকে প্রতি লিটার ১৮৫ টাকা দরে মোট ১৬৫ লাখ লিটার সয়াবিন তেল কিনবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ তেল কিনতে খরচ হবে ৩০৫ কোটি ২৫ লাখ টাকা।

গতকাল বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল বারিক সাংবাদিকদের এ তথ্য জানান।

আবদুল বারিক জানান, সিটি এডিবল অয়েল, মেঘনা এডিবল অয়েল রিফাইনারি এবং সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫৫ লাখ লিটার করে সয়াবিন তেল কেনা হবে। এতে ব্যয় হবে ১০১ কোটি ৭৫ লাখ টাকা করে মোট ৩০৫ কোটি ২৫ লাখ টাকা। তিন কোম্পানির কাছ থেকেই ১৮৫ টাকা লিটার দরে সয়াবিন তেল কেনা হবে বলে জানান আবদুল বারিক। দুই লিটারের বোতলে এই তেল কেনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ