মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৯:০১ অপরাহ্ন

হিলিতে পেঁয়াজের কেজি ১৬ টাকা

রিপোটারের নাম / ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
add

দিনাজপুরের হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি প্রতি ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৮ টাকায় এবং একটু ভালো মানের পেঁয়াজ কেজিপ্রতি ৪ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। অন্যদিকে দেশি পেঁয়াজ কেজিপ্রতি ৩৪ থেকে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। ভারত থেকে আমদানি বেশি হওয়ার কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) হিলি বাজার ঘুরে এ তথ্য পাওয়া যায়।

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, বাজারে সব জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। এর মধ্যেও পেঁয়াজের দাম কমেছে। এটা আমাদের সাধারণ ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি। তবে চাল, ডাল, তেল, মসলা বাজারে কোন ভাবেই দাম নিয়ন্ত্রণে আনতে পারছেন না সরকার। এই বিষয়টি নিয়ে জরুরিভাবে পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানান সাধারণ ভোক্তারা।

হিলি বাজারের পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, আমদানি বেশি হওয়ার কারণে হিলি বাজারে কমেছে পেঁয়াজের দাম। তবে বন্দরের থেকে হিলি বাজারের পেঁয়াজের দাম কম। অতিরিক্ত গরমের কারণে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। আমরা লোকসানের মধ্যে পরে যাচ্ছি। কারণ পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না। ফলে অনেক পেঁয়াজ নষ্ট হচ্ছে। বর্তমানে ১৬ থেকে ২০ টাকার মধ্যেই প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে।

হিলি কাস্টমসের তথ্যমতে গত বৃহস্পতিবার (২২ সেপ্টম্বর) ভারতীয় ৩২ ট্রাকে ৯১২ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ