অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ- স্কিন ক্যান্সারে আক্রান্ত ১৩ বছর বয়সি ইক্রা চিকিৎসার্থে অর্থ সহায়তার আবেদন। কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর গ্রামের সাধারণ কৃষক নুরনবির মেয়ে ইক্রা (১৩) স্কিন ক্যান্সার ও বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার। ইক্রা মা ফাতেমা বেগম জানান ছোট বেলাথেকেই ইক্রার বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। পরবর্তিতে গত ২৭ ফেব্রুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিরীক্ষার পর তার শরীরে স্কিন ক্যান্সার ধরা পরে। সুস্থ্যতার জন্য লাগাতার কয়েকমাস ঢাকায় চিকিৎসাকালীন ধারাবাহিকতায় মারাত্মক অর্থ সংকটে বিপর্যস্ত হয়ে পড়ে পরিবারটি। একপর্যায় অর্থসংকটে পড়ায় তাকে বাড়ীতে নেয়া হয়। এসময়ের মধ্যেই একমাত্র বসতবাড়ীর ভিটেমাটি ছাড়া পারিবারিক সহায়সম্পদ বিক্রি করে প্রায় নিঃশ্ব হয়ে পড়েন। বর্তমান চিকিৎসা ব্যয়বহন করার মত কোন সামর্থ্যই আর নেই। এমন অসহায়ত্বের প্রেক্ষাপটে অন্যের অর্থ সহায়তা ছাড়া চিকিৎসা ব্যয় মেটানোর মত সামনে তাদের আর কোন পথ নেই। একমাত্র মানবিক সহায়তায় পারে তার চিকিৎসা ব্যয় চালিয়ে যেতে। সহায়তা ছাড়া পরিবারটির কোন গতন্তর নেই। চরম অসহায় পরিবারটির কল্যানার্থে মানবিক সহায়তা কামনা করা হয়েছে। এজন্য পরিবারটি বিভিন্ন ব্যাংক-বীমা, অর্থলগ্নি প্রতিষ্ঠান, মন্ত্রী-এমপি, সর্বস্তরের সহানুভূতিশীল জনপ্রতিনিধি, বহুমুখী ব্যবসা প্রতিষ্ঠান সমূহের দয়াবান মালিক-কোম্পানি, সংস্থা, দানশীল ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি অফিস-আদালত ও প্রতিষ্ঠানসহ সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর মানবিক হস্তক্ষেপ কামনা করেছেন। সাহায্য পাঠাবার জন্য যোগাযোগ ০১৮২২৭২২১০২ (বিকাশ পার্সোনাল) নাম্বারেও সহযোগিতার অর্থ প্রেরণ করা যাবে।