শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৫৬ অপরাহ্ন

সৈয়দ আনোয়ার সাদাৎ এর কবিতা “একের বোঝা”

রিপোটারের নাম / ৬৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
add

একের বোঝা
।।সৈয়দ আনোয়ার সাদাৎ।।

দশের লাঠি একের বোঝা,
আবার একের কাজের দশ লুটে মজা।
এমন যদি হয়,
কাজের মানুষ পথ হারাবে
দশের নিরব স্বার্থপরতায়।
সন্তানের ক্ষুধা বাপ-মা মেটায়
শিশু যখন সবাই,
সাবালক হলে বাপের বোঝা
হওয়া কি শোভা পায়?
নিজের দায় নিতে হবে ভাই,সহযোগিতা চাই উন্নয়নে,
হিংসা মুক্ত সমবায়ের পথ সাফল্য দেয় জেনো এনে।
তোমার স্বার্থ আমার স্বার্থ বিচ্ছিন্ন করে কেন দেখ,
অভিশাপ- বঞ্চনা একই যদি মুক্তির পথে সমান পা রাখো।
খেটে কেউ মরবে তুমি বসে খাবে,পরের মাথায় ভাঙিবে কাঁঠাল
তবে কেনো দিন ঘুঁচিবে না ঘরের জাতীয় দুঃখের কাল।
ঘরের তুমি নও বিচ্ছিন্ন তুমি পুঁজিপতি হও ভিন্ন হয়ে
সমান হকের দাবিদার হলে এসো সম দায়ের হাত বাড়িয়ে।
শীত নিদ্রায় আর কত থাকিবে ভাই,
না জাগিলে না পথে বাহির হলে
হক মিলিবে কোথায়?
সবার যা হবে আমারও তা হবে ভেবে যদি
ফাঁকি দিতে চাও,
একের বোঝা বাড়িবে কাজে,তোমার বসে খাবার পাপটাও।
নিজের ও দশের কথা ভেবে ভীরুতা ভুলে সবে জাগো,
দুঃখ লাগবে ঐক্যবদ্ধ মিছিলে হক সবার মাগো।
জাগরিত জনতার প্রাপ্য কখনও বিফল হয় না ভাই,
ভীরুতা,দালালি,স্বার্থপরতায় ঐক্য সুখ নাহি হয়।


আপনার মতামত লিখুন :

One response to “সৈয়দ আনোয়ার সাদাৎ এর কবিতা “একের বোঝা””

  1. Syed Anwar Sadat says:

    ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ