গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কোমরপুর ইউনিয়নের বুজরুক পাকুরিয়া গ্রামে একটি সেতু নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক। এতে করে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। পলাশবাড়ি-সাদুল্লাপুর সংযোগ সড়কের পাকুরিয়ার বিরামহীনপুর থেকে বুজরুক পাকুরিয়ার ঈদগাহ মাঠ সড়কে দুই এলাকার স্থানীয় মানুষদের সুবিধার্থে এই সেতুটি নির্মাণ করা হলেও নির্মিত হয়নি সংযোগ সড়ক।
জানা গেছে, প্রায় দুই যুগ আগে এসডিএফ প্রকল্পের আওতায় বুজরুক পাকুরিয়ার খালের উপর আরসিসি সেতু নির্মাণ করা হয়। কিন্তু এসডিএফসহ সরকারি কোনো প্রতিষ্ঠান এখন পর্যন্তু সেতুর দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করছে না।