শনিবার, ০৩ জুন ২০২৩, ০৮:৩১ অপরাহ্ন

শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

রিপোটারের নাম / ১৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
add

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে সুপার লিগের প্রথম খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাগতিকদের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে হারান। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে শ্রীলঙ্কার ফিদে মাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সঙ্গে ড্র করেন।

তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার কাছে হেরে যান। সুপার লিগে বুধবার নেপাল মুখোমুখি হবে শ্রীলংকার।

এদিকে ইন্দোনেশিয়াতে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ