অণু
রিজিয়া বেগম
কখনও কখনও
মন খারাপের সন্ধ্যা নামে
আকাশ জুড়ে হুড়মুড়িয়ে,
তখনই আবার
ঝর্ণধারায় ভাসিয়ে চলে
বুকের সীমা ছলছলিয়ে।
ওদিকে আবার
মেঘলা আকাশ আধার নামায়
চোখের তারার নিস্প্রভে।
এদিকে সবাই
শান্ত দিঘীর জল দেখে যায়
ভালো থাকার অনুভবে।