লালমনিরহাট সদর উপজেলায় চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় প্রধান শিক্ষক আহত হয়েছেন।
বুধবার (১৯ অক্টোবর) রাতে লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ১১টায় উপজেলার কালমাটি গুদামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ব্যক্তির নাম কোরবান আলী। আহত ব্যক্তির নাম সামসুজ্জামান লিজু। তিনি চওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জানা গেছে, বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ে পাঠদান চলছিল ওই প্রাথমিক বিদ্যালয়ে। এ সময় হঠাৎ কোরবান আলী রামদা নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। পরে তাকে দেখে ভয়ে পালাতে থাকে শিক্ষার্থীরা। এ সময় প্রধান শিক্ষক সামসুজ্জামান লিজুর কক্ষে প্রবেশ করে তাকে কোপাতে থাকে কোরবান আলী। পরে উপস্থিত শিক্ষকরা তাকে বাঁচাতে চেষ্টা করলে তাদের ওপরও হামলা করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বিদ্যালয় জুড়ে।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম বলেন, বুধবার এ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত প্রধান শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন। পাশাপাশি কোবরবান আলীকে স্থানীয়রা মারধর করেছে। তবে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।