শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:১১ অপরাহ্ন

যার প্রেমে মজেছেন জাহ্নবী

রিপোটারের নাম / ১১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩
add

বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর। গুঞ্জন উঠেছে নতুন করে প্রাক্তন প্রেমিক শিখর পাহাড়িয়ার প্রেমে মজেছেন এই অভিনেত্রী। সম্প্রতি রিয়া কাপুরের বাড়িতে এক সঙ্গে দেখা গেছে দুজনকে। শিখর মুম্বাইয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি।

বুধবার (৪ ডিসেম্বর) রাতে ডিনার পার্টির আয়োজন করেছিলেন অনিল-কন্যা রিয়া কাপুর। ওই পার্টিতে মালাইকা অরোরা, অর্জুন কাপুর, খুশি কাপুর, হর্ষবর্ধন কাপুরসহ অনেকেই উপস্থিত ছিলেন। আর সেখানেই দেখা গেল এই প্রেমিকযুগলকে। পার্টি থেকে বেশ হাসিমুখেই বেরোলেন জাহ্নবী-শিখর।

কখনও ক্যাফেতে, আবার কখনও সমুদ্রসৈকতে একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে দুজনকে। তবে সম্পর্কের গুঞ্জন উঠলেও এখন পর্যন্ত কোথাও সম্পর্কের কথা স্বীকার করেননি জাহ্নবী ও শিখর।

এর আগেও নানা সময় বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে জাহ্নবী ও শিখরকে। মুকেশ-পুত্র অনন্ত অম্বানীর বাগদানের অনুষ্ঠানেও একসঙ্গেই হাজির হয়েছিলেন তারা। এমনকি মলদ্বীপেও একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ