‘ঘুম’
বৃষ্টি রহমান
না জানি কোন বিরহে,
ঘুম আমায় দেইনা ধরা।
চোখের কোনে ঘুম ছুয়ে,
ঘুম চলে যায় দূর অজানা
ঘুম বালিশে মাথা রেখে
ঘুমের দেশে যায় ছুটে যায়।
ঘুম তবুও আমায় থেকে পালিয়ে পালিয়ে যায়।
ঘুমের দেশে নাম লিখিয়ে
ঘুম পরীদের সাথে
তবুও ঘুম আমায় ছেড়ে যাই অচিন দেশে,
চোখের পাতায় জমছে কালি
ঘুমের অবহেলা।
খুব নিকটেই ঘুম বাবুটা
দেবে আমায় ধরা
চিরনিদ্রায় শায়িত আমি
ঘুমেই পাগল পারা।