অসমাপিকা
পাপিয়া মন্ডল
তোমার আমার সমান্তরাল সম্পর্কটাকে,
বার বার ছুঁতে চেয়েছি ..
অনুভূতির অদৃশ্য স্পর্শক দিয়ে!
যখনি ছুঁয়েছি ভেবে স্বস্তি পেয়েছি,
পরক্ষণেই ভ্রমটা মরীচিকা হয়ে গেছে।
শুধুমাত্র বাঁচতে হয়, তাই বাঁচি।
কথা বলার জন্যই, বলি।
চলতে হয়, তাই পথ চলি।
ভালোবাসার জন্যই ভালোবাসি।
এক নিরন্তর চিরন্তন বাঁধনে বেঁধে রাখি।
জীবনের অন্তিমলগ্ন পর্যন্ত,
কোনোভাবেই, কোনো কেন্দ্রবিন্দুতেই,
আমরা মিলিত হতে পারবো না জানি।
তবুও অনন্তপথে হেঁটে চলি,
বিপরীতে তোমার পথচলা দেখতে দেখতে!