অভিনয়
পরিমল কুমার পরাণ
তোমার মতো প্রেম অভিনয়
যদি করতে পারতাম
তবে আমিই হতাম শ্রেষ্ঠ অভিনেতা।
যদি হতে পারতাম তোমার মতো
চাপাবাজের মধ্যমণি
তবে হতাম সবার সেরা।
যদি পারতাম তোমার মতো
মিথ্যা বলতে- বলাতে
মুখোশ পরে সঙ্গ দিতে।
পারতাম যদি তোমার মতো
শত মনে,মনের গহীনে
প্রনয়-প্রনয় খেলা করতে।
যদি পারতাম তোমার মতো
উপভোগ করতে রাত্রিযাপন
পাষাণ হৃদয় গড়তে তবে সুখি হতাম!
যদি ভালোবাসার নামে ঠকিয়ে যেতে পারতাম
তবে বিজয়ের হাসি মুখে ফুঁটতো আমার
তোমার মতো নিজেকে ভালো রাখতে জানতাম!