শনিবার, ০৩ জুন ২০২৩, ০৭:৩২ অপরাহ্ন

নিজ হাতে খাদ্য পাক্যেট করছেন এরশাদ পূত্রবধু মহিমা সাদ

রিপোটারের নাম / ১১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ মে, ২০২০
add

রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুর -৩ আসনের সংসদ সদস্য এরশাদ পূত্র রাহগীর আল মাহি সাদ এরশাদের সহধর্মিনি মাহিমার তত্বাবধায়নে দ্বিতীয় দিনের মতো চলছে খাদ্য সামগ্রী
প্যাকেটজাত করনের কাজ। এসময় মাহিমা নিজেই প্যাকেট করা নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।

এসময় মাহিমা বলেন, আমার শ্বশুর বাংলাদেশের সাবেক সফল প্রেসিডেন্ট ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদকে রংপুরবাসী তথা সারাদেশের মানুষ কেন এতো বেশি ভালোবাসে তা এখন বুঝতে পারি। তিনি সবসময় গরীব দুঃখী মেহনতি মানুষের কল্যানে কাজ করেছেন। আসলে আমরা তো আর সেভাবে কখনো সুযোগ পাইনি বিভিন্ন কারনে তায় জনগনের সাথে এতো কাছে থেকে মিশতেও পারিনি।

তিনি আরো বলেন, আমাদের সাধ্য অনুযায়ী রংপুর বাসীর জন্য যা যা সহায়তা করা দরকার তাঁর সবটায় অব্যাহত থাকবে।
তিনি হুসেইন মুহম্মদ এরশাদের জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

One response to “নিজ হাতে খাদ্য পাক্যেট করছেন এরশাদ পূত্রবধু মহিমা সাদ”

  1. md sabbir hossain says:

    খুবই ভাল কাজ। আল্লাহ আপনার এবং জাতীয় পার্টির মঙ্গল করবেন ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ