অসিম সরকারঃ কুমিল্লার, দাউদকান্দি উপজেলার মলয় বাজারে ঈদের আমেজ চলছে আজ।১৩ মে রোজ বুধবার মহামারি করোনা ভাইরাস এর মধ্যেও দাউদকান্দি উপজেলার মলয় বাজারে চলছে ঈদের ক্রয়বিক্রয়। মানছে না নিরাপদ দূরত্ব । পোষাক দোকানগুলোতে ক্রেতাদের ভীর চোঁখে পরার মত। ফলে করোনা ভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশংকা করছেন স্থানীয় সচেতন মানুষ। স্থানীয় সুদিপ্ত সাহা জানান, মানুষ কেন যে নির্বোধের মত কাজ করছে। সরকার ও উপজেলা প্রশাসন বার বার চেষ্টা করেও মানুষকে সচেতন করতে পারছে না। আমরা ভয় পাচ্ছি করোনা ভাইরাস দাউদকান্দি উপজেলায় মহামারি আকার ধারণ করে কি না ? কুমিল্লা জেলায় আজ বুধবার নতুন করে আরো ১২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন । এই পর্যন্ত জেলায় মোট ১৭১ জন আক্রান্ত হয়েছেন । আজ নতুন করে ৬ জন সুস্থ্য হয়েছে। এ নিয়ে মোট ৩৯ জন সুস্থ্য হয়েছে। মৃত্যুবরণ করেছেন ৯ জন।