তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ টেকেরঘাট বিওপি’র হাবিলদার সোলায়মান হোসেনের নেতৃত্বে অদ্য ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের সময় আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৮/১০-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাধাঘাট ইউনিয়নের বড়ছড়া হতে ভারতীয় ৫ বোতল মদসহ ১ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ী সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন এর খলশা জুরি গ্রামের আকবর আলীর ছেলে মোঃ মুহাদ্দিস (২১)। সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন । তিনি আর বলেন আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।