তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে চোরাই পথে আসা ভারতীয় কয়লাসহ ইঞ্জিন চালিত ট্রলি আটক করেছে বিজিবির জোয়ান । ১০ ফেব্রুয়ারি বুধবার ভোর ৩টার সময় ট্যাকেরঘাট বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৯/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া নামক স্থান হতে ৪,২০০ কেজি কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ৫৪,৬০০/- টাকা। গত ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে চারাগাঁও বিওপির টহল দল এক বিশেষ অভিযান পরিচালনা করে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১১৯৫/৪-এস এর নিকট হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের এলসি পয়েন্ট নামক স্থান হতে ৪,২০০ কেজি ভারতীয় কয়লা ও ২টি ইঞ্জিনসহ ট্রলি আটক করে, যার আনুমানিক মূল্য ৩,৫৪,৬০০/- টাকা। সুনামগঞ্জ ২৮ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম গনমাধ্যম কে এর সত্যতা নিশ্চিত করেন ।তিনি আর বলেন আটককৃত ভারতীয় কয়লা এবং ইঞ্জিনসহ ট্রলি শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।