তাহিরপুরে প্রতিনিধিঃসুনামগঞ্জ তাহিরপুরে পুত্রের হাতে পিতা হত্যার হওয়ার ঘটনায় হত্যাকারী পুত্র নাজমুল হোসেন(২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত নাজমুল উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের কামডাবন্দ গ্রামের নিহত ইসলাম উদ্দিনের জ্যেষ্ঠ ছেলে। নাজমুলের পিতা নিহত ইসলাম উদ্দিন মৃত ফালু মিয়ার ছেলে, তিনি দুই ছেলে ও তিন মেয়ের জনক। পুলিশ ও স্থানীয়দের তথ্যমতে জানাযায় আজ রবিবার (২৯,নভেম্বর)ভোররাতে ঘাতক নাজমুল পালিয়ে যাবার পথে, থানার অফিসার ইনচার্জ ও বাদাঘাট পুলিশ ফাঁড়ির সহকারি বিট অফিসার এএসআই রাজু বিশ্বাস সহ পুলিশের একটি টিম পালিয়ে উপজেলার ঘাগটিয়া সড়ক হতে তাকে গ্রেফতার করেন। উল্লেখ্য যে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাণিজ্যিক কেন্দ্র বাদাঘাট বাজারে কলাপট্টিতে নাজমুলের স্টেশনারি মালামাল পান সিগারেটের দোকানের সামনে তার পিতা নিহত ইসলাম উদ্দিন (৫২) পারিবারীক বিষয়ে বকাঝকা করতে থাকেন। একপর্যায়ে নাজমুল ক্ষিপ্ত হয়ে সুপারি কাটার (সরতা) দিয়ে বাবার মাথায় কয়েকটি আঘাত করে। এর পরই তার বাবা ইসলাম উদ্দিন দোকানের সামনে পাকা সড়কের ওপর সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়েন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর পরই নাজমুল বাবার লাশ ফেলে রেখে নিজেকে আড়াল করে পেলেন । রবিবার তাহিরপুর থানার ওসি মো. আবদুল লতিফ তরফদার গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতের সহোদর রহিছ উদ্দিন বাদী হয়ে ভাতিজা নাজমুলের বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করেছেন।