শামছুল আলম আখঞ্জী তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সরকারি নিয়ম নীতি অনুসরণ করে পহেলা জানুয়ারিতেই আনুষ্টানিক ভাবে বই বিতরণ করেছেন নির্বাহী কর্মকর্তা( ইউওনও) প্রদ্মসন সিংহ । আছ শুক্রবার সকাল ১০টার সময় উপজেলার তাহিরপুর হিফজুল উলুম আলিম মাদ্রাসায় বই বিতরণের আনুষ্টানিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন । এসময় উপস্তিত ছিলেন তাহিরপুর মাদ্রাসার সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম, মাদ্রাসা অধ্যক্ষ মাও.মুহিবুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিপ্লব সরকার। এছাড়াও উপজেলা সদরের তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ,মধ্য তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,আনোয়ারপুর উচ্চ বিদ্যালয়,ইসলামিক ফাউন্ডেশন,বালিজুড়ি উচ্চ বিদ্যালয় ও বালিজুড়ি সিনিয়র মাদ্রাসায় নতুন বই বিতরণ করেন।