মোঃ হোসাইন ইসলাম, ঝিনাইদহ।. ঝিনাইদহ জেলার সদর উপজেলার মধুহাটি ইউনিয়নে মামুনশিয়া গ্রামের প্রান্তিক জনগনের স্বাস্থ্য সেবা প্রদাণ করার জন্য ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। রবিবার (১১ জানুয়ারি) মধুহাটি ইউনিয়নের তরুন সমাজ সেবক আলতাফ হোসেন বিশ্বাস এর সৌজন্যে মামুনশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপি চলে ফ্রি চিকিৎসা সেবা। গ্রামবাসী ফ্রি চিকিৎসা সেবা পেয়ে খুবই অানন্দিত। এ সময় উপস্থিত ছিলেন তরুন সমাজ সেবক আলতাফ হোসেন, সাংবাদিক হোসাইন ইসলাম,সাংবাদিক গিয়াসউদ্দীন সেতু সহ স্থানীয়রা। এ সময় আলতাফ হোসেন বলেন গ্রামের প্রান্তিক জনগনের দ্বারে চিকিৎসা সেবা প্রদাণ করতে তিনি এই উদ্যোগ গ্রহণ করেন।তিনি সবার কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।