মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:২৭ অপরাহ্ন

জেমিকে ক্ষতিপূরণ দিতে বলেছে ফিফা, আপিল করতে পারে বাফুফে

রিপোটারের নাম / ১০২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
add

২০২২ সালের আগস্ট পর্যন্ত জেমি ডের সঙ্গে চুক্তি ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই  জানুয়ারিতে ইংলিশ কোচকে বরখাস্ত করা হয়। নিজের বকেয়া বেতন-ভাতার দাবিতে পরবর্তীতে ফিফায় নালিশ জানালে অবশেষে রায় এসেছে। জেমি ডে’কে নির্দিষ্ট পরিমাণ আর্থিক জরিমানা দেওয়ার জন্য বাফুফেকে নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

এ প্রসঙ্গে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ আজ (বুধবার) সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জাতীয় দলের সাবেক কোচ জেমি ডে বেতন-ভাতা সম্পর্কিত বিষয়ে ফিফার কাছে আবেদেন করে। এরপর ফিফা থেকে জেমি ডেকে নির্দিষ্ট পরিমাণ আর্থিক জরিমানা দিতে বলা হয়েছে। আমাদের লিগ্যাল ডিপার্টমেন্ট এ নিয়ে কাজ করছে। আপিলের সুযোগ আছে কিনা দেখা হচ্ছে।’

আর জেমি ডে লন্ডন থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ফিফার কাছে আমি আবেদন করেছিলাম। ফিফা আমার পক্ষে রায় দিয়েছে। কত টাকা পাবো আমি এই মুহূর্তে বলতে পারছি না। আমার আইনজীবী বিষয়টি দেখছে।’

২০১৮ সালের মে থেকে জেমি ডে বাংলাদেশ দলের দায়িত্বে ছিলেন। তার তিন বছরের মেয়াদে জামাল ভূঁইয়ারা ৩১ ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০ টিতে জয়, ৫টি ড্র ও ১৬ টি ম্যাচ হেরেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ