মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাজ্য কাচিনে বিমান হামলা চালিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ ঘটনায় ৫০ জন নিহত হয়েছেন।
সোমবার (২৪ অক্টোবর) চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এক প্রতিবেদনে জানিয়েছে, এক সঙ্গীত উৎসবে বিমান হামলা চালায় জান্তা সরকার। এতে বহু হতাহত হয়েছে। হামলার পর ৩০ জনের নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। পরে জানা যায়, মৃতের সংখ্যা ৫০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিমান হামলার এ ঘটনায় আহত কত, সে ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি।
রোববার (২৩ অক্টোবর) কাচিনের হপাকান্ত শহরে আয়োজিত সঙ্গীত উৎসবে এ হামলা চলে বলে জানান স্পেনে নির্বাসিত মিয়ানমারের এক সাংবাদিক। নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে মার্ট কিওয়া থু বলেন, মিয়ানমারের সামরিক বিমান হামলায় গত রাতে কাচিন প্রদেশের হপাকান্ত শহরে স্থানীয় ও বিখ্যাত শিল্পী এবং কেআইএ সৈন্যসহ কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। যারা নিহত হয়েছেন তারা কাচিনের ইন্ডিপেন্ডেন্স অর্গানাইজেশনের (কেআইও) ৬২তম মহড়ায় উপস্থিত ছিলেন।
আরেক টুইটে তিনি বলেন, এখনও মৃতের গণনা করা হচ্ছে। কেআইও এ ব্যাপারে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।