মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৪৬ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

রিপোটারের নাম / ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
add

ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৪ জন। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাতে শহরের চাকলাপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী সুনিল চন্দ্র দাসের। পাশাপাশি জমির মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। মঙ্গলবার রাতে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুনিল ছুরি দিয়ে তাকে আঘাত করে।

এ সময় পরিবারের লোকজন এলে তাদেরও ছুরিকাঘাত করে সুনিল দাসের লোকজন। এতে ধারালো অস্ত্রের আঘাতে ৫ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সুবির দাসকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাতেই সুনিল, বিমল ও অন্তরকে আটক করা হয়েছে। ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেছে নিহতের স্বজনরা। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ