মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৮:৩০ অপরাহ্ন

জনপ্রতিনিধিদের ত্রাণ চুরি দুঃখজনক : রওশন এরশাদ

রিপোটারের নাম / ১২৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০
বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।।ফাইল ছবি।।
add

জীবনধারা নিউজ ডেস্কঃ জনপ্রতিনিধিদের ত্রাণের চাল চুরি ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিদের ত্রাণ আত্মসাত খুবই দুঃখজনক। বিষয়টি পুরোপুরি সেনাবাহিনীর তত্ত্বাবধানে দেওয়ার ব্যবস্থা করা গেলে প্রকৃত ক্ষতিগ্রস্তরা ত্রাণ পাবেন। সরকারের উদ্দেশ্যও সফল হবে। গতকাল বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
রওশন এরশাদ বলেন, আক্রান্তদের দ্রুত সুস্থতা কামনা করছি। আসুন সবাই ভেদাভেদ ভুলে হাতে হাত রেখে করোনা মোকাবিলায় এগিয়ে আসি। মহামারির মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সারাদেশে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, স্থানীয় প্রশাসন নিরলসভাবে মানুষকে ঘরে রাখতে ও সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছেন। গণমাধ্যম কর্মীরাও প্রতি মুহ‚র্তের খবর জানাতে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


আপনার মতামত লিখুন :

2 responses to “জনপ্রতিনিধিদের ত্রাণ চুরি দুঃখজনক : রওশন এরশাদ”

  1. Sabbir says:

    Valo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ