জেনে নিন চুলের যত্নে কেন ব্যবহার করবেন ডিম
চুলের যত্নে কীভাবে ব্যবহার করবেন ডিম?
১। ডিমের সঙ্গে ১ চা চামচ অলিভ অয়েল ও কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ফেটিয়ে নিন। মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
২। একটি ডিমের সঙ্গে ছোট আকারের একটি পাকা কলা মিশিয়ে নিন। আরও মেশান ৩ টেবিল চামচ দুধ ও ৩ টেবিল চামচ মধু। শেষ ১ চা চামচ লেবুর রস মিশিয়ে চুলে ভালো করে লাগিয়ে নিন। ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন ভেষজ শ্যাম্পু দিয়ে।
৩। টক দইয়ের সঙ্গে ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। হেয়ার প্যাকটি চুলে কিছুক্ষণ লাগিয়ে রেখে মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।