পরিমল কুমার পরাণঃ গ্র্যাজুয়েশন শেষ দুই বছর আগে চাকুরির পেছনে ঘুরতে-ঘুরতে জমানো অর্থটুকুও শেষ। রাজশাহীর মোহনপুরের নিম্নবৃত্ত পরিবারের সন্তান বটে তবে স্বপ্নতো বাঁধায় বন্দি না!
ছাত্রজীবনে অর্ধাহারে-অনাহারে কাটানো কষ্টের কথা বলতে-বলতে হতাশামুখে বলেন এদেশে আমাদের মত সুশান্তদের পড়ালেখা করা পাপ!
ঠিক এ রকম কত শত সুশান্ত যে নিভৃতে রয়েছে তা অজানা। সহস্র শিক্ষিত এমন সুশান্তদের হৃদয় স্পর্শ গল্প হয়তো কারো কলমেও ওঠে আসেনা!
তবুও থেমে থাকেনা জীবন! প্রতিনিয়ত নতুন স্বপ্নে,নতুন আশায় বেঁচে রয় জীবন…