স্টাফ রির্পোটারঃ রাজশাহীর কেশরহাটে প্রদীপ্ত সাহিত্যাসর’র সাবেক সভাপতি মরহুম মুক্তিযোদ্ধা লেখক আব্দুল কুদ্দুস ও সদস্য কবি তোফাজ্জল হোসেন বকুল (সদ্য প্রয়াত) এর স্মরনে শুক্রবার বিকেল ৪ টায় স্মরনসভা ও মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। কবি মুকুল কেশরীর সভাপতিত্বে ও অধ্যাপক আমজাদ হোসেনের উপস্থাপনায় প্রয়াত কবিদ্বয়ের স্মৃতিচারন করা হয়। স্মৃতিচারন করে কবিতা পাঠ করেন কবি জামিলুর রহমান সিন্দুরী,আলতাব হোসেন,খাদিজা ইসলাম কথা। এছাড়াও সাহিত্য আলোচনা ও কবিতা পাঠ করেন অন্যান্য কবিরা। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ এজাহারুল হক,গ্রাম বাংলার সম্পাদক আশরাফুল হক পলাশ,প্রদীপ্ত সাহিত্যাসর’র সদস্য আয়নাল হক,শতফুল রাংলাদেশের ব্যবস্থাপক মোঃ আশরাফুল,ঢাকা কলেজ “সূর্যোদয়” ক্রোড়পত্রের নির্বাহী সম্পাদক আতিকুর রহমান সৈকত,”বর্ণ” দহনপ্রিয় তারুণ্যের ছোটকাগজের সম্পাদক পরিমল কুমার পরাণ’সহ অন্যান্য সাহিত্যীক সতীর্থরা।