পরিমল কুমার পরাণঃকেশরহাটে প্রদীপ্ত সাহিত্যাসর’র মাসিক কবিতাপাঠের আসর আজ(শনিবার) বিকেল ৪ টায় অনুষ্ঠিত হয়েছে।করোনার কারনে দীর্ঘ বিরতীর পর কবি ও সাহিত্যিকদের মিলন মেলা ঘটে উক্ত সাহিত্য আসরে!প্রদীপ্ত সাহিত্যাসর’র সভাপতি কবি মুকুল কেশরীর সভাপতিত্বে সভায় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা ও কবিতা পাঠ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রদীপ্ত সাহিত্যাসর’র উপদেষ্টা এজাহারুল হক,সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ আমজাদ হোসেন,প্রচার সম্পাদক জামিলুর রহমান,সদস্য পরিমল কুমার পরাণ, খাদিজা ইসলাম কথা ও দূর-দূরান্ত থেকে আগত কবি-সাহিত্যিকবৃন্দ।উক্ত কবিতাপাঠের আসরে রোমান্টিক কবিতা পাঠ করেন দহনপ্রিয় তারুণ্যের ছোটকাজের সম্পাদক কবি পরিমল কুমার পরাণ।