কুমিল্লা আদর্শ সদর উপজেলার শাসনগাছা রেলক্রসিংয়ে ঢাকাগামী মালবাহী ট্রেন-সিএনজি (অটোরিকশা) সংঘর্ষে একজন নিহত তিনজন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শাসনগাছা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শাসনগাছা রেলক্রসিংয়ে রেলগেটের ফাঁকা অংশ দিয়ে দ্রুত সময়ে সিনএজি চালিত অটোরিকশাটি পারাপারের চেষ্টা করলে ঢাকাগামী একটি ট্রেন ধাক্কা দিয়ে ১০০গজ সামনে খোকন মেম্বারের বাড়ি পর্যন্ত নিয়ে যায়। এসময় সিএনজি চালকসহ ৪জন আহত হয়।
কুমিল্লা রেলওয়ে স্টেশন মাষ্টার সফিকুর রহমান জানান, ঢাকাগামী একটি মালবাহী ট্রেন শাসনগাছা রেলক্রসিং অতিক্রম করার সময়ে রেললাইনের উপরে একটি যাত্রীবাহী সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় ও যাত্রীরা আহত হয়। দুর্ঘটনায় ট্রেনের এয়ার পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় কুমিল্লা রেলওয়ে স্টেশনে সেটির মেরামত করা হচ্ছে।