অতিথি বধূ
কুমারী মণি দেবনাথ
হঠাৎ অতিথি বধূর
আবির্ভাব হলো রঙ্গিন বাগানে
নিষ্পলক ও উৎকণ্ঠিত হয়ে
যেও না দূরে।
ফেলে যেওনা আমাকে
একলা বিরহের সাগরে
আমার মাঝে থেকো বেঁচে
সত্যিকারের বন্ধু হয়ে,শতজনম ধরে।
গোটা পৃথিবী থাকবে জেগে
থাকবো আমরা ইতিহাসে
অনন্তকাল তোমার বধূ হয়ে
দেখবে জগৎ জুড়ে!!