মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৭:৫০ অপরাহ্ন

কর্মহীন মানুষের পাশে দাঁড়ালেন ক্যাটরিনা

রিপোটারের নাম / ২৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
add

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রভাব বিস্তার চলছেই। দেশে দেশে চলছে লকডাউন। এ পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর ও অসহায় শ্রমিকেরা। ভারতের এমন কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছেন বলিউড তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হল অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নাম।

দিনমজুরদের খাবার ও স্বাস্থ্য সচেতনতার জন্য প্রয়োজনীয় জিনিস পত্রের দায়িত্ব নেবেন তিনি। তিনি তার ব্র্যান্ড কায় বিউটির পক্ষ থেকে দিনমজুরদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

ক্যাটরিনার সংস্থার সঙ্গে এই কাজের উদ্যোগ নিয়েছে ডি’হাত ফাউন্ডেশন। দুটি সংস্থা যৌথভাবে এই কাজে অংশ নেবে। মহারাষ্ট্রের ভান্ডারা জেলায় দিনমজুরদের তাদের এই দুই সংস্থার পক্ষ থেকে খাবার ও স্বাস্থ্য সম্পর্কিত মৌলিক চাহিদাগুলি সরবরাহ করা হবে। এর মধ্যে যেমন পড়ে স্যানিটাইজার, সাবান; তেমনই পড়ে অ্যান্টি ব্যাকটেপিয়াল লিকুইড, স্যানিটারি প্যাড, অতি প্রয়োজনীয় ওষুধ ইত্যাদি।

ক্যাটরিনা তার ইনস্টাগ্রাম জানিয়েছেন, দেশজুড়ে ভয়াবহ পরিস্থিতি চলছে। এই সময় অনেকেই খুব কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। কিন্তু কিছু মানুষ আছেন যাদের কষ্ট অন্যদের চেয়ে আরও অনেক বেশি। তাদের পাশেই দাঁড়াতে চায় তার সংস্থা। ডি’হাত ফাউন্ডেশনের সঙ্গে এই কাজে চুক্তিবদ্ধ হতে পেরে তিনি গর্বিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ