স্টাফ রিপোর্টারঃ আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে কোভিড – ১৯ প্রতিরোধী টিকা’র ১ম ডোজ গ্রহণ করেছেন প্রয়াত পল্লীবন্ধু এরশাদ পুত্র ও রংপুর-৩ (সদর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রাহগির আল মাহি সাদ এরশাদ।
করোনা মহামারীর শুরু থেকেই তিনি তার নির্বাচনী এলাকায় জনসাধারনের মাঝে যেভাবে মিশেছে তাতে এখন পর্যন্ত সুস্থ থাকায় আল্লাহর দরবারে শুকরিয়া জানিয়েছেন সাদ এরশাদ ভক্তরা।
রংপুর -৩ আসনের ভোটার আবেদ আলী জানান, এরশাদ সাহেব বেঁচে থাকতে যেভাবে আমাদের সুখ দুঃখের সাথি ছিলেন ঠিক সেভাবেই উনার ছেলে আমাদের পাশে আছেন। এতো বড় একটা মহামারীর মধ্যেও ঘরে বসে না থেকে আমাদের জন্য রাস্তায় রাস্তায় মাঠে ময়দানে ত্রান নিয়ে ছুটে বেড়িয়েছেন ।
জাপা নেতা শাহাবুল বলেন, এই পুরো করোনা কালে আমাদের নেতা যেভাবে মানুষের সাথে মিশেছেন তাতে আমরা রীতিমতো অবাক।
এদিকে সাদ এরশাদ করোনা ভ্যাকসিন গ্রহন করায় সাধারন মানুষের মাঝে ভীতি কিছুটা হলেও দূর হয়েছে বলে মনে করছেন রংপুরের জনগন।
অনেকে বলছেন এমপি যদি এই টিকা নিতে পারেন তাহলে আমাদের নিতে তেমন আপত্তি থাকার কথা নায়, আমরা এখন মনোবল পেয়েছি , সামনে আমরাও নিবো ইনশাআল্লাহ।