করোনার প্রাদুর্ভাবে ভারতজুড়ে চলছে লকডাউন। এ অবস্থায় বলিউড অভিনেতা টাইগার শ্রফ এবং অভিনেত্রী দিশা পাটানিকে নিয়ে উঠেছে নতুন গুঞ্জন। লকডাউনেএকসঙ্গে থাকতে শুরু করেছেন তারা! অবশ্য সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে টাইগার শ্রফের বোন কৃষ্ণা শ্রফ জানালেন ভিন্ন কথা।
তিনি জানান, শ্রফ পরিবারের সঙ্গে থাকেন না দিশা। কিন্তু কাছাকাছি থাকেন। দিশা তাদের ভাল বন্ধু। শুধু তাই নয়, টাইগার ও দিশা একে অপরের বেশ ভাল বন্ধু। তাই মাঝে মধ্যেই একসঙ্গে দেখা যায় তাদের। এমনই জানান কৃষ্ণা।
টাইগারের বোন আরও জানান, বলিউডে আসার পর থেকেই টাইগার এবং দিশার বন্ধুত্ব। যত দিন যাচ্ছে, সেই বন্ধুত্ব আরও গাঢ় হচ্ছে। তাই বলে এই নয় যে টাইগারের সঙ্গে থাকেন দিশা।
এর আগে টাইগার শ্রফও বলেন, দিশা তার খুব ভাল বন্ধু। এমনকী, বলিউডে আসার পর থেকে টাইগার তার একমাত্র বন্ধু বলে দাবি করেন দিশা পাটানিও