অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ- কুমিল্লার দাউদকান্দি উপজেলা বিটেশ্বর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে আগাম প্রচার-প্রচারণা ঘরোয়া বৈঠকের অংশ হিসেবে সোমবার বিকাল চেয়ারম্যান পদপ্রার্থী, বিটেশ্বর ইউনিয়নের আওয়ামীলীগ এর সাবেক সভাপতি হুমায়ন কবির ভূঁইয়া, গ্রামের নিজ বাড়িতে সকল গ্রামবাসীদের নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। বিগত দিনে তিনি, বিটেশ্বর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সভাপতি থেকে সব সময় তিনি ইউনিয়ন বাসীর সুখে-দুখে পাশে আছেন বলে জানান এলাকা বাসী। নিজ গ্রামের জনসাধারণ হুমায়ন কবির ভূঁইয়াকে আগামী ইউপি নির্বাচনে বিটেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পূর্ণ সমর্থন দান করেন। এসময় এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সালাম খন্দকার, যোগ্ম- সাধারণ সম্পাদক বাবুল গোলজার ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ সময় চেয়ারম্যান পদপ্রার্থী হুমায়ন কবির ভূঁইয়া, আসন্ন ইউপি নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। এ সময় তিনি বলেন, আগামী ইউপি নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে আপনাদের সকলের সুখে দুখে সবসময় পাশে থাকবো ইনশাল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।